Posts

Showing posts from February, 2025

Suspect in Graceland fraud pleads guilty in connection with scheme

Image
A Missouri woman has pleaded guilty in connection with what prosecutors called a "brazen" attempt to fraudulently put Elvis Presley's Graceland estate up for auction. Lisa Findley pleaded guilty to one count of mail fraud in U.S. District Court in Memphis, Tennessee, on Tuesday. As part of a plea deal, prosecutors agreed to dismiss one count of aggravated identity theft that was previously filed against her .Click for details

Hamas turns over correct body of hostage Shiri Bibas

Image
Shiri Bibas's body has been returned to Israel after Hamas turned over the wrong body on Thursday. The body handed over by Hamas on Friday has been identified as that of Shiri Bibas, according to a statement from her family. "Last night, our Shiri was returned home," the family said in their statement, which also confirmed that the identification was made by Israel’s Institute of Forensic Medicine. The announcement follows Hamas’ earlier claim that they had transferred her body to the Red Cross. "Shiri was a wonderful mother to Ariel and Kfir, a loving partner to Yarden, a devoted sister and aunt, and an amazing friend.In this difficult hour, we continue to demand and call for the immediate return of the remaining hostages still in captivity. There is no more important goal. There can be no rehabilitation without them," the family statement continued. Click for details

রাজধানীতে খিলগাঁও তালতলা মার্কেটে ভয়াবহ আগুন

Image
দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটে সংলগ্ন গ্যারেজ ও স-মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুনে বেশ কয়েকটি গ্যারেজ ও স-মিল পুড়ে গেছে। গাড়ির গ্যারেজে বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে সিলিন্ডার থাকার কারণে এখনও ঝুঁকি রয়ে গেছে। অতিরিক্ত মানুষের কারণে ঠিকমতো কাজ করা যায়নি। এ সময় ঘটনাস্থলটিকে নিরাপদ করতে অনেক সময় লাগবে বলেও জানান তিনি। এর আগে, শুক্রবার রাত ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ২ ইউনিট কাজ করলেও পরবর্তীতে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে উৎসুক জনতার ভীড়ের কারণে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বেগ পেতে হয়। স্থানীয়রা জানান, প্রথমে স-মিলের একটি কোণে আগুন লাগে। পরবর্তীতে একটি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। ভেতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা ক...

শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ

Image
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে মিঠাপুকুর মির্জাপুর রথিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর। মামলার বিবরণে জানা গেছে, শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার সকাল ৬টার দিকে রথিয়া গ্রামের সার্ভেয়ার রুহুল আমীনের বাড়িতে ফুল তুলতে যায় ওই শিশুটি। শিশুটি যখন তাদের বাড়ির ফুল বাগান থেকে ফুল সংগ্রহ করছিল, তখন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়া কয়েকজন মুসল্লি ওই বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করে তার বাসায় দিয়ে আসে। এরই মধ্যে অভিযুক্ত পালিয়ে যান। আরও পড়ুন: চলন্ত বাসে নারীর শ্লীলতাহানি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি শিশুটিকে বাসায় আনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর থানায় এবং দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায় পুলিশ। বর্তমানে স...